নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ অক্টোবর ২০২২ | 1184 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৫ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা এবং আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ২৩ অক্টোবর বিকাল ৪টায় সানলাইফ ইন্স্যুরেন্স, ৩০ অক্টোবর দুপুর আড়ারইটায় ইউনিয়ন ইন্স্যুরেন্স, ২৪ অক্টোবর দুপুর আড়াইটায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং ২৫ অক্টোবর ২টায় ডাচ-বাংলা ব্যাংক এবং বিকাল ৩টায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
আগামী ২৬ অক্টোবর দুপুর আড়াইটায় রানার অটো, বিকাল পৌনে ৩টায় আফতাব অটোমোবাইলস, ৩টায় আর্গন ডেনিমস, ক্রাউন সিমেন্ট ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বিকাল সাড়ে ৩টায় মুন্নু ফেব্রিক্স, নিটল ইন্স্যুরেন্স, বিকাল ৪টায় সোনালী পেপার, নাভানা সিএনজি, ইভিন্স টেক্সটাইল, বিকাল সাড়ে ৪টায় বারাকা পতেঙ্গা পাওয়ার এবং বিকাল ৫টায় মীর আখতার হোসাইনের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
আগামী ২৭ অক্টোবর বিকাল ৩টায় নাভানা ফার্মা, জিবিবি পাওয়ার, বিকন ফার্মা, সিনোবাংলা, এএমসিএল (প্রাণ), প্যাসিফিক ডেনিমস, ওয়ান ব্যাংক, অলিম্পিক এক্সেসরিজ, সিলভা ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, ম্যাকসন্স স্পিনিং, হামিদ ফেব্রিক্সে, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
একই দিনে বিকাল সাড়ে ৩টায় ন্যাশনাল টি কোম্পানি ও বেক্সিমকো ফার্মা, ৪টায় রংপুর ফাউন্ড্রি, জেনেক্স ইনফোসিস, এমএল ডাইং, প্যারামাউন্ট টেক্সটাইল, মেট্রো স্পিনিং, বেক্সিমকো ও এনার্জিপ্যাক পাওয়ারের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ওইদিন বিকাল সাড়ে ৪টায় ফাইন ফুডস, ফার কেমিক্যাল, হা-ওয়েল টেক্সটাইল, শাইনপুকুর সিরামিক, বিকাল ৫টায় শাশা ডেনিমস এবং সন্ধ্যা ৬টায় কপারটেক, পাওয়ার গ্রিড ও বারাকা পাওয়ারের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
সভায় ৩০ জুন ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে কপারটেক, মীর আখতার হোসাইন, মেট্রো স্পিনিং, হামিদ ফেব্রিক্স, ম্যাকসন্স স্পিনিং, ইভিন্স টেক্সটাইল, শাইনপুকুর সিরামিক, আর্গন ডেনিমস, বারাকা পতেঙ্গা পাওয়ার, সোনালী পেপার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বারাকা পাওয়ার, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, নাভানা সিএনজি, আনোয়ার গ্যালভানাইজিং, পাওয়ার গ্রিড, সিলভা ফার্মা, মুন্নু ফেব্রিক্স, অলিম্পিক এক্সেসরিজ, শাশা ডেনিমস, প্যারামাউন্ট টেক্সটাইল, এনার্জিপ্যাক পাওয়ার, হা-ওয়েল টেক্সটাইল, আফতাব অটোমোবাইলস, ফার কেমিক্যাল, এমএল ডাইং, ক্রাউন সিমেন্ট, ন্যাশনাল টি, রানার অটো, জেনেক্স ইনফৌসিস, নাভানা ফার্মা, জিবিবি পাওয়ার, বিকন ফার্মা, সিনোবাংলা, এএমসিএল (প্রাণ), রংপুর ফাউন্ড্রি এবং প্যাসিফিক ডেনিমস।
সভায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে ওয়ান ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড।
শেয়ারবাজার২৪
Posted ৫:১১ অপরাহ্ণ | বুধবার, ১৯ অক্টোবর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.