নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | 249 বার পঠিত | প্রিন্ট
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড আইসিবি ইউনিট ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) আইসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে ফান্ডটির সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখযোগ্যভাবে, আগের বছর ইউনিটহোল্ডাররা পেয়েছিলেন ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ, অর্থাৎ এ বছর আগের তুলনায় লভ্যাংশ হার কিছুটা কমানো হয়েছে।
আইসিবি সূত্রে আরও জানা যায়, ঘোষিত লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩০ জুন। এ তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে আইসিবি ইউনিট ফান্ডের ইউনিট ছিল, তারা এই লভ্যাংশ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।
এ ছাড়া ফান্ডটির ইউনিট পুনঃক্রয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬৮ টাকা, যা আগামী ৩ আগস্ট থেকে কার্যকর হবে।
Posted ৯:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.