নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ আগস্ট ২০২১ | 503 বার পঠিত | প্রিন্ট
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদর ব্যাংক ও বিও অ্যাকাউন্টে জমা হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ডিভিডেন্ড। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স (বিজিআইসি) লিমিটেড এবং এনসিসি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স (বিজিআইসি) লিমিটেডের ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেক্ট্রনিক্স ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে
এদিক, এনসিসি ব্যাংক লিমিটেডের ৩১, ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের স্টক ডিভিডেন্ডের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১৮ আগস্ট সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা করা হয়েছে।
উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি সাড়ে ৭ শতাংশ ক্যাশ ও সাড়ে ৭ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১১:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.