নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৯ আগস্ট ২০২১ | 391 বার পঠিত | প্রিন্ট
২৯ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সর্বোচ্চ লেনদেন হয়েছে যে ১০ কোম্পানি সেগুলো হলো- বেক্সিমকো, লার্জহোলসিম বাংলাদেশ, সাইফ পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, সাহজিবাজার পাওয়ার, আমান ফিড, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, ইসলামীক ফাইন্যান্স এবং ফু-ওয়াং ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসইতে এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। ২৯ আগস্ট ডিএসইতে কোম্পানিটির ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৬৪৫টি শেয়ার ২ হাজার ৮৯৩ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১০২ কোটি ৫৮ লাখ ২৬০ হাজার টাকা।
লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- লার্জহোলসিম বাংলাদেশের ৬৬ কোটি ১৮ লাখ ৫৮০ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৫৪ কোটি ১ লাখ ৩৫০ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪৩ কোটি ৬০ লাখ ৫৬০ হাজার টাকা, সাহজিবাজার পাওয়ারের ৪০ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকার, আমান ফিডের ৩১ কোটি ২১ লাখ ৩৭০ হাজার টাকা, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৩১ কোটি ২১ লাখ ৩৭০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ২৯ কোটি ১ লাখ ৬৮০ হাজার টাকার, ইসলামীক ফাইন্যান্সের ২৭ কোটি ৭৩ লাখ ৮৪০ হাজার টাকার এবং ফু-ওয়াং ফুডের ২৬ কোটি ২৭ লাখ ৪৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৮:২৬ অপরাহ্ণ | রবিবার, ২৯ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.