নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | 255 বার পঠিত | প্রিন্ট
২০২৫ সালের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির একত্রিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ ছিল ১০৮.৮ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেশি। ব্যবসায় বহুমুখীকরণ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রবৃদ্ধি অর্জন করে দেশের এনবিএফআই খাতে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে আইডিএলসি।
২০২৫ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ আর্থিক সূচকসমূহ
* একত্রিত (কনসোলিডেটেড) কর পরবর্তী নিট মুনাফা: ১০৮.৮ কোটি টাকা (২০২৪ সালের প্রথমার্ধের তুলনায় ৪৫% প্রবৃদ্ধি)
* গ্রুপ এর শেয়ার প্রতি আয় (ইপিএস): ২.৪৯ টাকা (২০২৪ সালের প্রথমার্ধে যা ছিল ১.৭২ টাকা)
* গ্রুপ এর বাৎসরিক রিটার্ন অন ইকুইটি (আরওই): ১০.৭২% (২০২৪ সালের প্রথমার্ধে যা ছিল ৭.৮৯%)
* গ্রুপ এর বাৎসরিক রিটার্ন অন অ্যাসেটস (আরওএ): ১.৪০% (২০২৪ সালের প্রথমার্ধে যা ছিল ১.০১%)
* গ্রাহকের আমানত: ৯ হাজার ৭৫১ কোটি টাকা (২০২৪ সালের তুলনায় ১৬% বৃদ্ধি)
* গ্রুপ এর লোন পোর্টফোলিও: ১১ হাজার ৯২৬ কোটি টাকা (২০২৪ সালের তুলনায় ৫% বৃদ্ধি)
* মন্দ ঋণের (এনপিএল) হার: ৪.৫৮% (২০২৪ সালের প্রথমার্ধে যা ছিল ৪.৭১%)
* প্রভিশন কভারেজ অনুপাত: ১০৫.৪০%
সেই সাথে, ২০২৫ সালের ২য় প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা ছিল ৫৭.৯ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেশি। এই ইতিবাচক ধারা অব্যাহত থাকার পেছনে আইডিএলসি’র কৌশলী পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আমানত সংগ্রহের দক্ষতা, এবং সম্পদের মান ধরে রাখার ওপর জোর দেয়াই প্রধান ভূমিকা পালন করেছে।
৩১ জুলাই, ২০২৫ তারিখে রাজধানীর গুলশানে আইডিএলসি’র কর্পোরেট হেড অফিসে প্রতিষ্ঠানের ৩৫৪তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ চলতি বছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদনটি অনুমোদন করে।
আইডিএলসি ফাইন্যান্সের ধারাবাহিক অগ্রগতি প্রসঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, ”দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ কিছুটা অনিশ্চিত থাকলেও আমরা আমাদের কার্যদক্ষতা বৃদ্ধি এবং আর্থিক সম্পদ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ধরে রাখতে সফল হয়েছি। আগামীতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাধানের মাধ্যমে দেশের আর্থিক খাতে নিজেদের প্রভাব আরও গভীরতর করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে আইডিএলসি”।
আইডিএলসি ফাইন্যান্স পিএলসি প্রসঙ্গে
বাংলাদেশের সর্ববৃহৎ মাল্টি-প্রোডাক্ট, মাল্টি-সেগমেন্ট নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। ১৭ শ’রও বেশি কর্মীবাহিনী নিয়ে আইডিএলসি দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই), কনজ্যুমার, এবং কর্পোরেট খাতে বিস্তৃত পরিসরে আর্থিক সেবা প্রদান করে যাচ্ছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটি মূলধন বাজার ও সম্পদ ব্যবস্থাপনা সেবার ক্ষেত্রেও বাজারে নির্ভরযোগ্য ভূমিকা করছে। আইডিএলসি টানা ১৩ বছর ধরে ‘ট্রিপল-এ’ (এএএ) ক্রেডিট রেটিং ধরে রেখেছে, যা প্রতিষ্ঠানটির সুদক্ষ আর্থিক ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণ সক্ষমতার পরিচয় দেয়। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি পূর্ববর্তী বছরের তুলনায় এককভাবে (স্ট্যান্ডালোন) ৫৩% লাভের প্রবৃদ্ধি অর্জন করেছে, এবং এর কর পরবর্তী সমন্বিত নিট মুনাফা ২০০ কোটির অঙ্ক
Posted ৫:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.