শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

১০ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ | 56 বার পঠিত | প্রিন্ট

১০ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি ও একটি বন্ডের সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করেছে দেশের বিভিন্ন স্বীকৃত রেটিং এজেন্সি। নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এসব রেটিং নির্ধারণ করা হয়েছে।

ক্রাউন সিমেন্ট (CROWNCEMNT)

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (CRAB) কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে “AA1” এবং স্বল্পমেয়াদে “ST-2” রেটিং প্রদান করেছে। একই সঙ্গে রেটিং আউটলুক নির্ধারণ করা হয়েছে স্থিতিশীল (Stable)। এই রেটিং নির্ধারণে ৩০ জুন ২০২৫, ২০২৪ ও ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিবেচনা করা হয়েছে।

ইফাদ অটোস (IFADAUTOS)

CRAB কোম্পানিটির সার্ভেইলেন্স রেটিং হিসেবে দীর্ঘমেয়াদে “AA3” এবং স্বল্পমেয়াদে “ST-2” ঘোষণা করেছে। রেটিং আউটলুক রাখা হয়েছে স্থিতিশীল। রেটিং নির্ধারণে সর্বশেষ তিন অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ব্যবহৃত হয়েছে।

ইস্টার্ন ইন্স্যুরেন্স (EASTERNINS)

ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (NCR) কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে “AAA” এবং স্বল্পমেয়াদে “ST-1” রেটিং দিয়েছে। তবে আউটলুক নির্ধারণ করা হয়েছে উন্নয়নশীল (Developing)। রেটিং নির্ধারণে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনা করা হয়েছে।

এমটিবি বন্ড (MTBPBOND)

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (CRISL) এমটিবি বন্ডকে দীর্ঘমেয়াদে “AA-” রেটিং দিয়েছে। এ ক্ষেত্রে ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্যসহ অন্যান্য প্রাসঙ্গিক উপাত্ত বিবেচনায় নেওয়া হয়েছে।

ফার্স্ট ফাইন্যান্স (FIRSTFIN)

CRISL কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে “CC” এবং স্বল্পমেয়াদে “ST-5” রেটিং প্রদান করেছে। রেটিং আউটলুক রাখা হয়েছে উন্নয়নশীল। এই রেটিং নির্ধারণে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্য ব্যবহৃত হয়েছে।

জেএম আই সিরামিকস ও স্যানিটারি (JMISMDL)

আলফা ক্রেডিট রেটিং পিএলসি (Alpha Rating) কোম্পানিটির সার্ভেইলেন্স রেটিং হিসেবে দীর্ঘমেয়াদে “AA” এবং স্বল্পমেয়াদে “ST-1” ঘোষণা করেছে। আউটলুক নির্ধারণ করা হয়েছে স্থিতিশীল। ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রাসঙ্গিক তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

মনো স্পুলস (MONOSPOOL)

ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (NCR) কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে “BBB” এবং স্বল্পমেয়াদে “ST-3” রেটিং দিয়েছে। রেটিং আউটলুক রাখা হয়েছে উন্নয়নশীল। এ ক্ষেত্রে ৩০ জুন ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনা করা হয়েছে।

ইনডেক্স অ্যাগ্রো (INDEXAGRO)

CRAB কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে “A2” এবং স্বল্পমেয়াদে “ST-3” রেটিং প্রদান করেছে। রেটিং আউটলুক স্থিতিশীল। ৩০ জুন ২০২৫, ২০২৪ ও ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।

এমজেএল বাংলাদেশ (MJLBD)

CRISL কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে “AAA” এবং স্বল্পমেয়াদে “ST-1” রেটিং দিয়েছে। আউটলুক রাখা হয়েছে স্থিতিশীল। রেটিং নির্ধারণে ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

এপেক্স ফুটওয়্যার (APEXFOOT)

CRISL এপেক্স ফুটওয়্যারকে দীর্ঘমেয়াদে “AA” এবং স্বল্পমেয়াদে “ST-3” রেটিং দিয়েছে। একই সঙ্গে রেটিং আউটলুক নির্ধারণ করা হয়েছে স্থিতিশীল। সর্বশেষ নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক তথ্যের ভিত্তিতেই এই রেটিং প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com