রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বয়ংক্রিয় ট্রেজারি চালান চালু হল ইসলামী ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | 273 বার পঠিত | প্রিন্ট

স্বয়ংক্রিয় ট্রেজারি চালান চালু হল ইসলামী ব্যাংকে

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে স্বয়ংক্রিয় ট্রেজারি চালানে পরিশোধ করা যাবে সরকারি রাজস্ব ও ফি। বুধবার (৩০ জুন) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

জানা যায়, এ সেবার মাধ্যমে আয়কর ও পাসপোর্ট ফিসহ ১৯৬ ধরনের সরকারি রাজস্ব ও ফি পরিশোধ করা যাবে। বর্তমানে ঢাকার ২০টি শাখায় এবং পর্যায়ক্রমে ব্যাংকের সকল শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে এ সেবা পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থ বিভাগের উপ-সচিব ড. মোহাম্মদ হোসেন, সিনিয়র আইটি কনসালট্যান্ট মোঃ শরিফুর রহমান, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, এ.এ.এম. হাবীবুর রহমান ও মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মোঃ মাহবুব আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভূঁইয়াসহ নির্বাহী ও কর্মকর্তারা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]