নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | 188 বার পঠিত | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র সর্বশেষ ঋণমান নির্ধারণ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান—ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)। সম্প্রতি প্রতিষ্ঠানটি ব্যাংকটির ঋণমান মূল্যায়ন সম্পন্ন করেছে।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পর্যালোচনা করে এই রেটিং নির্ধারণ করা হয়।
ক্রিসলের মূল্যায়ন অনুযায়ী, স্বল্প মেয়াদে মার্কেন্টাইল ব্যাংকের ঋণমান হচ্ছে এসটি-২, যা সময়মতো ঋণ পরিশোধে শক্তিশালী সক্ষমতা নির্দেশ করে। দীর্ঘমেয়াদে ব্যাংকটির রেটিং নির্ধারণ করা হয়েছে এএ (ডাবল এ), যা উচ্চ মানের ঋণ সক্ষমতা এবং তুলনামূলকভাবে কম ঝুঁকি নির্দেশ করে। ব্যাংকটির রেটিং পূর্বাভাস নির্ধারণ করা হয়েছে স্থিতিশীল (Stable), অর্থাৎ বর্তমানে ব্যাংকের আর্থিক অবস্থান ও পরিচালন কাঠামোতে উল্লেখযোগ্য ঝুঁকির আশঙ্কা নেই।
ক্রিসল জানায়, এই ঋণমান আগামী ২৪ জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
উল্লেখ্য, ২০০৪ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১,১০৬ কোটি ৫৭ লাখ টাকা এবং মোট শেয়ারের সংখ্যা ১১০ কোটি ৬৫ লাখ। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৩ দশমিক ৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৭ দশমিক ৩৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৯ দশমিক ২৮ শতাংশ শেয়ার।
Posted ১১:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.