নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ জুলাই ২০২৫ | 139 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির পাঠানো তথ্যমতে, আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৮ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি-জুন, ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৩৫ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৩ পয়সা।
এছাড়া, জানুয়ারি-জুন ২০২৫ মেয়াদে শেয়ার প্রতি নগদ প্রবাহ (Net Operating Cash Flow per Share) হয়েছে ২৮ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৯ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ২২ টাকা ৩১ পয়সা।
Posted ৫:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.