নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ জুলাই ২০২৫ | 200 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্যমতে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ২ টাকা ৯৩ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল মাত্র ৩৩ পয়সা। অর্থাৎ প্রায় ৮ গুণ প্রবৃদ্ধি দেখা গেছে।
এছাড়া, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) মোট ইপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ৩৩ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ৫০ পয়সা। অর্থাৎ ৭৮৬ শতাংশ প্রবৃদ্ধি।
তবে আয় বাড়লেও প্রতি শেয়ারে নগদ প্রবাহ (OCFPS) ছিল মারাত্মক নেতিবাচক—মাইনাস ২৭ টাকা ৬০ পয়সা, যেখানে আগের বছর তা ছিল প্লাস ৬ টাকা ৭৮ পয়সা। এটি ব্যাংকটির নগদ প্রবাহ ব্যবস্থাপনায় বড় সংকেত দিচ্ছে, যা ভবিষ্যতে তারল্য সংকট ও অর্থপ্রবাহের টেকসইতা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রতি শেয়ারে নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮২ পয়সা, যা ব্যাংকটির মোট সম্পদের বিপরীতে স্থিতিশীল মূলধন কাঠামো নির্দেশ করে।
সোস্যাল ইসলামী ব্যাংকের আয় বেড়েছে আশাব্যঞ্জক হারে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা দেয়। তবে নগদ প্রবাহে বিপর্যয় ভবিষ্যতের টেকসই মুনাফা ও ডিভিডেন্ড ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। আয় বাড়লেও যদি কার্যকরভাবে নগদ প্রবাহ নিশ্চিত না হয়, তবে তাত্ক্ষণিকভাবে কোম্পানির তারল্য সংকট এবং কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
Posted ৯:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.