রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে শেয়ারবাজারে বিও হিসাব বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ অক্টোবর ২০২৩ | 258 বার পঠিত | প্রিন্ট

সেপ্টেম্বরে শেয়ারবাজারে বিও হিসাব বেড়েছে

সদ্য বিদায়ী সেপ্টেম্বরে শেয়ারবাজারে বিও হিসাব (বেনিফিশিয়ারি ওনার্স) বেড়েছে ৩ হাজারের বেশি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সেপ্টেম্বর মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৭ লাখ ৫০ হাজার ৫৮৫টি।

আর আগস্ট মাসের শেষ দিন বিও হিসাব ১৭ লাখ ৪৬ হাজার ৯৬১টিতে দাঁড়ায়। অর্থাৎ সেপ্টেম্বর মাসে ৩ হাজার ৬২৪টি বিও হিসাব বেড়েছে।

সেপ্টেম্বর মাসে পুরুষদের বিও ২ হাজার ৮৪২টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ১০ হাজার ২৪০টিতে।

আগস্ট মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৭ হাজার ৩৯৮টিতে।

আর সেপ্টেম্বর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৬২২টি বেড়ে চার লাখ ২৩ হাজার ৭৩৭টিতে দাঁড়িয়েছে।

আগস্ট মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ২৩ হাজার ১১৬টিতে।

সেপ্টেম্বর মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৬০টি। আলোচ্য মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৬০৭টিতে। আর আগস্ট মাসে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬০৭টিতে।

সেপ্টেম্বর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদে বিও হিসাব বেড়েছে।

এর মাধ্যমে সেপ্টেম্বর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৮ হাজার ৪৭৭টিতে।

যা আগস্ট মাসের শেষ দিন ছিল ১৬ লাখ ৭৫ হাজার ৫৩টিতে।

সেপ্টেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৫৫ হাজার ৫০১টিতে।

আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫৫ হাজার ৪৬১টিতে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৩ অপরাহ্ণ | রবিবার, ০১ অক্টোবর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]