নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ জুন ২০২৫ | 337 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এজিএমে এতে সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন।
সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২৪ সালের জন্য ১২ শতাংশ (১২%) নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন,পরিচালক পর্ষদের প্রতিবেদন, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশ আরো বৃদ্ধি করার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মো. নুর-উল- আলম এফসিএস, এলএল.বি।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ করিম, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্বতন্ত্র পরিচালক আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস, আবু মো. আবিদ চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা খসরু দস্তগীর আলম, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আবুল হাসানাতসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ৭:৪৮ অপরাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.