নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ আগস্ট ২০২৪ | 133 বার পঠিত | প্রিন্ট
আজ ১১ আগস্ট দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে আজকের ডিএসইর সূচক টেনে নামানোর সর্বোচ্চ চেষ্টা করেছে ১০ কোম্পানি।
কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, লাফার্জহোলসিম, একমি ল্যাবরেটরিজ, ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, কহিনুর কেমিক্যাল, নাভানা ফার্মা, উত্তরা ব্যাংক এবং জিপিএইচ ইস্পাত। আজ ডিএসইতে এই ১০ কোম্পানি আজ ডিএসইর সূচক থেকে ২১.৭৯ পয়েন্ট মাইনাস করেছে। লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দরপতনের ক্ষেত্রে সূচক থেকে সবচেয়ে বেশি পয়েন্ট মাইনাস করেছে স্কয়ার ফার্মা। আজ ডিএসইর সূচক থেকে কোম্পানিটি ৮.৯৬ পয়েন্ট মাইনাস করেছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। আজ কোম্পানিটি সূচক থেকে ৪.০২ পয়েন্ট মাইনাস করেছে। ২.৪৯ পয়েন্ট মাইনাস করে তৃতীয় অবস্থানে রয়েছে লাফার্জহোলসিম।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- একমি ল্যাবরেটরিজ ১.১১ পয়েন্ট, ট্রাস্ট ব্যাংক ১.০২ পয়েন্ট, প্রাইম ব্যাংক ০.৯২ পয়েন্ট, কহিনুর কেমিক্যাল ০.৯১ পয়েন্ট, নাভানা ফার্মা ০.৭৯ পয়েন্ট, উত্তরা ব্যাংক ০.৭৯ পয়েন্ট এবং জিপিএইচ ইস্পাত ০.৭৮ পয়েন্ট মাইনাস করেছে।
শেয়ারবাজার২৪
Posted ৭:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.