নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ জুন ২০২১ | 329 বার পঠিত | প্রিন্ট
লকডাউনকে ঘিরে বাজার আতঙ্ক থাকলেও আজ প্রজ্ঞাপন জারির পর সে আতঙ্ক কেটে গেছে। আজ ব্যাংক খোলা থাকলে যেকোনো পরিস্থিতিতে শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে- নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এমন ঘোষণা দেয়ার পরও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছিল। কিন্ত বুধবার দুপুরের দিকে ব্যাংক খোলা রেখে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সরকারের কঠোর বিধিনিষেধ আরোপ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর বিনিয়োগকারীদের সেই আতঙ্ক যেন কেটে যায়।
কঠোর বিধিনিষেধ আরোপ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরই শেয়ারবাজারে রীতিমতো উল্লম্ফন ঘটে। অবশ্য এদিন লেনদেনের শুরু থেকেই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। তবে লেনদেন ছিল বেশ ধীরগতি।
কিন্তু কঠোর বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকে মূল্য সূচক। ফলে দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচকে ১০০ পয়েন্টের ওপরে যোগ হয়েছে। কিন্ত লেনদেন তেমন একটা বাড়েনি। অর্থাৎ সূচক ও লেনদেনে সামঞ্জস্য রয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০৭ পয়েন্ট বেড়ে ছয় হাজার ১৫০ পয়েন্টে উঠে এসেছে। ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৩১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩০টি, কমেছে ৪১টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। এদিন ডিএসইতে ৪৯ কোটি ৯২ লাখ ৩১ হাজার ৯২১টি শেয়ার ২ লাখ ৩৬ হাজার ৮১০বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার ০৭৯ টাকা ১০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ১৪ হাজার ২৮২ কোটি ১৩ লাখ ৩ হাজার ৮২৯ টাকা ৪০ পয়সা।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালসের শেয়ার। কোম্পানিটির ৮৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৪৬ কোটি পাঁচ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে কেয়া কসমেটিকস।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ডেল্টা লাইফ ইন্সুরেন্স, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, ন্যাশনাল ফিড, মালেক স্পিনিং, কুইন সাউথ টেক্সটাইল ও বিকন ফার্মাসিউটিক্যালস।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৩২১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৮২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫১টির এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১১:৫৭ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুন ২০২১
sharebazar24 |
.
.