শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচক ও লেনদেনে ইতিবাচক ভূমিকায় বীমা খাত

  |   বুধবার, ১৬ জুন ২০২১ | 347 বার পঠিত | প্রিন্ট

সূচক ও লেনদেনে ইতিবাচক ভূমিকায় বীমা খাত

শেয়ারবাজার২৪ রিপোর্ট : গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে বীমা খাতের অধিকাংশ কোম্পানির দর বেড়েই চলেছে। বীমা খাতের দাপটে সূচক ও লেনদেন বেড়েই চলেছে। বীমা খাতে ভাটা পরলেই সূচক ও লেনদেনে এর নেতিবাচক প্রভাব পরে। বেশি কিছুদিন ধরেই উল্লেখযোগ্য হারে বীমা খাতের দর ও লেনদেন বেড়েই চলেছে। আজ সূচক বাড়ায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বীমা খাতের কোম্পানিগুলো। এর ধারাবাহিকতা আজও বজায় থেকেছে। যে কারণে আজ সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। বীমা কোম্পানির এই দাপটের ওপর ভর করে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতো অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ দিন শেষে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫১ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে তালিকাভুক্ত ৩৭টি বীমা কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২টির। আর সব খাত মিলে এদিন ডিএসইতে ১৮২টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৬টির। আর ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১০৯ কোটি ৬৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২ হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৭৭ কোটি ১০ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৭৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৮২ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬১ কোটি ৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বিবিএস কেবলস।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ওরিয়ন ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, লুব-রেফ বাংলাদেশ এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ৬৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ১৭ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টির দাম বেড়েছে। বিপরীতে ১২৪টির দাম কমেছে এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:২৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com