শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের স্বাভাবিক উঠানামায় লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ | 175 বার পঠিত | প্রিন্ট

সূচকের স্বাভাবিক উঠানামায় লেনদেন বেড়েছে

আজ (১৫ মার্চ) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের স্বাভাবিক উঠানামায় লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শুরু থেকেই সূচকের তীর উপরের দিকে ছিল এবং যা শেষ পর্যন্ত অব্যহত থাকে। এতে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর ও বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৯.৮৮ পয়েন্ট বা ১.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭১.৬৬ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯.০৫ পয়েন্ট বা ১.৩২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৪.৭৭ পয়েন্ট বা ১.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ হাজার ৪৬০.৫৭ পয়েন্টে এবং ২ হাজার ৪৭১.০৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৫৭টির বা ৬৮.১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৭৩টির বা ১৯.৩৬ শতাংশের এবং ৪৭টি বা ১২.৪৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৫৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩২২ কোটি ৯২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ২৩ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৯৩৭টি শেয়ার ১ লাখ ৬৩ হাজার ১৪৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৫৭ কোটি ৬০ লাখ ৫৪ হাজার ৭৫ টাকা ৪০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৯৯ হাজার ৭৯ কোটি ২৬ লাখ ৬২ হাজার ২৫৪ টাকা ৮৮ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৯৭.৪৩ পয়েন্ট বা ১.০১
শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮১৩.৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর। আজ সিএসইতে ২২ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com