শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জানুয়ারি ২০২৪ | 180 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

আজ ১০ জানুয়ারি সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবতীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ১৭.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৫.২৫ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১.৫৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৯.০০ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১৪১ টির, কমেছে ২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৭ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪০.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৭ কোটি ৯২ লাখ ২৪ হাজার ৯৬৮টি শেয়ার ১ লাখ ৪০ হাজার ২২৬ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০৮ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৯ জানুয়ারি ডিএসইতে ১৭ কোটি ১৮ লাখ ৩৫ হাজার ৯৫৫টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ৭৫১ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৪৯৫ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩ কোটি ৮ লাখ ৩৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৪ শতাংশ বা ৪৬.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬২৬.৭৮ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ১৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯ টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ৯২ টাকা।

গতকাল লেনদেন হয়েছিল ৬ কোটি ২৮ লাখ ৬২ হাজার ২৫৩ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩০ লাখ ৪ হাজার ৮৩৯ টাকা।
শেয়ারবাজার২৪

আরও পড়ুন : এনআরবি ব্যাংকের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

আরও দেখুন : ডিএসইর আজকের লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৪:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১০ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com