রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ মার্চ ২০২৪ | 53 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ২৭ মার্চ সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও তার স্থায়ীত্ব ছিল কম। পরবর্তীতে সূচকের তীর একটানা নিচের দিকে নেমে যায়। এর ফলে দিনশেষে সূচক ও লেনদেন কমে যায়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২২ শতাংশ বা ৭১.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৬২.৬৮ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫২.৩৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২.০৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮ টির, কমেছে ৩২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯.৫৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৬ কোটি ১০ লাখ ৬০ হাজার ৩৮৬ টি শেয়ার ১ লাখ ৫৪ হাজার ৭০৬ বার হাতবদল হয়েছে। টাকার অংকে যার বাজারমূল্য ৫৩৮ কোটি ৭৯ লাখ ৯২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৫ মার্চ ডিএসইতে ১৩ কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৬৪০ টি শেয়ার ১ লাখ ৪২ হাজার ১৩৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৪৫ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩৪ কোটি ৭৯ লাখ ৮২ হাজার টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২৭ মার্চ ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]