রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | 61 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

আজ ২৮ ফেব্রুয়ারি সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু বেলা ১১টার পর থেকেই সূচকের অস্বাভাবিক উঠনামা করতে দেখা গেছে। পরবর্তীতে পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৪.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৮.৬২ পয়েন্ট।

অপর দুই সূচকের মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ১.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.৬৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ৫.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩২.৬২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ১৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২৬ কোটি ১০ লাখ ৪৮ হাজার ৭৭২ টি শেয়ার ২ লাখ ২৫ হাজার ৯১৪ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৮৮৮ কোটি ৭৭ লাখ ১৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি ডিএসইতে ২৫ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৩৫০ টি শেয়ার ২ লাখ ৩৩ হাজার ৫৩০ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৮৯৮ কোটি ২০ লাখ ৫৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯৪ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৮.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ৯৪৫.৯২ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১০৫ টির, কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৯ লাখ ৭৫ হাজার ৮০৫ টাকা।
শেয়ারবাজার২৪

 

আরও পড়ুন : উদ্যোক্তা পরিচালকদের জন্য আবারও নির্দেশনা জারি

 

আরও দেখুন : ডিএসইর আজকের লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৫:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]