শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ | 290 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে সপ্তাহ শেষ

আজ ১৮ জানুয়ারি সূচকের পতনে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে টানা পতনের কবলে পরে যায় সূচক। এর ফলে দিনশেষে সুচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৯.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৬.৭৫ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৮.২৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ৯.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৯.৭১ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৫৬ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.৫১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৪ কোটি ১৯ লাখ ১৭ হাজার ৮৬৯টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ৫৭৪ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৬৩৭ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৭ জানুয়ারি ডিএসইতে ১৬ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৮২৪টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৬৯৯ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৭৬০ কোটি ৮ লাখ ১১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২২ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ২.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৮০.২৬ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে নিয়েছে ১৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৩৭ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টির।

আজ দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ১৭ লাখ ৪৫ হাজার ৭৫৮ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৯৭৪ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ২১৬ টাকা।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : সবার সহযোগিতায় আমরা বাজারের উন্নয়ন করতে চাই : ডিএসই চেয়ারম্যান

আরও দেখুন : ডিএসইর আজকের লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৩:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com