বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ | 266 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে সপ্তাহ শেষ

আজ ০৯ নভেম্বর সূচকের পতনে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থান ঘটে।

পরবর্তীতে দুপুর ১২টা ২০মিনিটের পর আবারও সূচকের তীর নিচের দিকে নামতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল।

এর ফলে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭১.৮৩ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৪৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৭.৮৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির , কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৪.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৫২৫টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৮৮ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৪১ লাখ ৮৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ নভেম্বর ডিএসইতে ১২ কোটি ৪৬ হাজার ৯৩৫টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৭৯৯ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৫১৬ কোটি ০২ লাখ ৯৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৬ কোটি ৬১ লাখ ৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৪.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৯৩.০২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ৫৫২ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৮৩৩ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৭১৯ টাকা।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৩:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com