রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পতনে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪ | 29 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে সপ্তাহ শেষ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ০৭ মার্চ সূচকের পতনে সপ্তাহ শেষ হয়ছে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৬ শতাংশ বা ৫৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১১২.৭৬ পয়েন্ট।

অপর দুই সূচকের মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ৭.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩৫.৮৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ১২.০০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৪.৩৪ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬ টির, কমেছে ৩০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.১৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ২০ কোটি ৭১ লাখ ২১ হাজার ৫৬৬ টি শেয়ার ১ লাখ ৮৩ হাজার ৭২৩ বার হাতবদল হয়েছে। টাকার অংকে যার বাজারমূল্য ৭০৩ কোটি ৭০ লাখ ৫৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ মার্চ ডিএসই’র ডিএসইতে ২০ কোটি ১১ লাখ ৫ হাজার ৪১১ টি শেয়ার ১ লাখ ৮২ হাজার ৭৪৯ বার হাতবদল হয়েছিল। টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৭৩০ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৬ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৩ শতাংশ বা ৯৪.৫৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৫৫০.৭৮ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪ টির, কমেছে ১৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির।

আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২০ লাখ ২০ হাজার ৮৬৫ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৩৮ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৫৭৩ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪

sharebazar24 |

আরও

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]