শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের অস্বাভাবিক উঠানামায় কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ মার্চ ২০২২ | 237 বার পঠিত | প্রিন্ট

সূচকের অস্বাভাবিক উঠানামায় কমেছে লেনদেন

আজ ১৬ মার্চ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের অস্বাভাবিক উঠানামায় লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের পরিমান ছিল ৬৭৭০.৩৪ পয়েন্ট, যা বেলা ১০টা ৭ মিনিটে ১৬.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৭৮৭.১৩ পয়েন্টে। এরপর বেলা ১১টায় ৮.২২ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৭৭৮.৯১ পয়েন্টে। পরে তা আরও পতন হয়ে বেলা ১২টায় ৯.১৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৭৬৯.৭৩ পয়েন্টে। এরপর কিছুটা উত্থান হয়ে ২.৮৯ পয়েন্ট বেড়ে দুপুর ১টায় দাঁড়ায় ৬৭৭২.৬২ পয়েন্টে। তারপর তা পতন হয়ে দুপুর ২টা ৪৫ মিনিটে ৭.০৩ পয়েন্ট কমে ৬৭৬৫.৫৯ পয়েন্টে কমে লেনদেন শেষ হয়। দিনশেষে সূচক সামান্য বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.১১ পয়েন্ট বা ০.০০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬৫.৫৮ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৩৪ পয়েন্ট বা ০.১৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ০.৪৮ পয়েন্ট বা ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৫৪.৩১ পয়েন্টে এবং ২ হাজার ৪৫৮.৪৯ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৮০টি মধ্যে দর বেড়েছে ১১৯টির বা ৩১.৩২ শতাংশ, কমেছে ২২৮টির বা ৬০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি বা ৮.৬৮ শতাংশের।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৩৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২২৯ কোটি ৯৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫ কোটি ৬৩ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ২৩ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ২৪২টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ৫২০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৮৩৫ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৭৮৫ টাকা ৬০ পয়সা। গতকাল ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪০৭ হাজার ৯২ কোটি ৬২ লাখ ৮২ হাজার ৯৬৯ টাকা ৫৯ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩.৯৮ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮২১.১৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮২টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। গতকাল সিএসইতে ২৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১৬ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com