বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সিএপিএম ইউনিট ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ আগস্ট ২০২২ | 451 বার পঠিত | প্রিন্ট

সিএপিএম ইউনিট ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) সিএপিএম ইউনিট ফান্ডের ট্রাস্টি কমিটি। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরের জন্য ইউনিটহোল্ডারদেরকে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে ১২ টাকা ক্যাশ ডিভিডেন্ড পাওয়া যাবে। আজ বুধবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন ২০২১-২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে আলোচিত ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ফান্ডটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সিএপিএম কোম্পানি লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরের মুনাফা এবং ফান্ডটির উদ্বৃত্ত লাভের সাথে ইউনিট লেনদেন সঞ্চিতির ঋণাত্মক জের সমন্বয় করে আলোচিত লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ২১ টাকা ৫৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ক্রয়-মূল্যে (Cost Price) ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১৩ টাকা ২২ পয়সা। একই তারিখে বাজার-মূল্যে (Markt Price) ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩১ টাকা ৯০ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ক্রয়মূল্যে ফান্ডটির নীট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৯ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ১৩০ টাকা এবং বাজারমূল্যে ১১ কোটি ২৩ লাখ ৯০ হাজার ৭৯৪ টাকা।

আলোচিত সময়ে ফান্ডটির নীট আয় হয়েছে ১ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার ৮৮২ টাকা।

ফান্ডটির ট্রাস্টির দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ আগস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com