বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সামান্য সূচক পতনে লেনদেন শেষ, আত্মবিশ্বাসে অটল বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | 0 বার পঠিত | প্রিন্ট

সামান্য সূচক পতনে লেনদেন শেষ, আত্মবিশ্বাসে অটল বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের ধারাবাহিকতায় আজও (২২ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর হ্রাস পেয়েছে। তবে বাজার সংশ্লিষ্টরা এই পরিস্থিতিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন।

বাজার বিশ্লেষকদের মতে, সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে সূচক যে হারে ধারাবাহিকভাবে বেড়েছিল, শেষ দুই কার্যদিবসে সে হারে কমেনি। দুই দিনে সূচক কমেছে মাত্র ৯ পয়েন্ট। বিপরীতে, এর আগের তিন কার্যদিবসে সূচক প্রায় ১৫০ পয়েন্ট বেড়েছিল। একইভাবে টাকার অংকে লেনদেন যেভাবে বেড়েছিল, সেই তুলনায় লেনদেন কমেনি। ফলে বলা যায়, সূচক কমলেও শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা এখনো অটুট রয়েছে। শেয়ার বিক্রিতে অনীহার কারণেই লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৬.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯.৬০ পয়েন্টে। এদিন শরিয়াহ সূচক ডিএসইএস ২.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৫.৪২ পয়েন্টে। পাশাপাশি ব্লু-চিপ কোম্পানির সূচক ডিএসই-৩০ কমেছে ১.৪৩ পয়েন্ট, যা অবস্থান করছে ১ হাজার ৯৬২.৮৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৫টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, ১৮৯টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৫৩৬ কোটি ১২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬০৫ কোটি ৬০ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৬৯ কোটি ৪৮ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ আজ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৭ লাখ টাকা। আগের দিন সেখানে লেনদেন হয়েছিল ১৩ কোটি ১৩ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর বেড়েছে, ৫৭টির দর কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৮.৩৬ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ৬.৯১ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ৩:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com