রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ | 42 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আমরা নেটওয়ার্ক লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির এক কোটি ৯১ লাখ এক হাজার ১৫৫টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ১৪৫ কোটি ৯ লাখ ৮৮ হাজার টাকা।

সাপ্তাহিক লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ২৬টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ১৩৬ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭ লাখ ৮৮ হাজার ৪৬টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ১২৫ কোটি ৮৫ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধে- ইস্টার্ন হাউজিংয়ের ১২৩ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার টাকা, এপেক্স ফুটওয়্যারের ১২২ কোটি ২৯ লাখ ৩৭ হাজার টাকা, সি পার্ল হোটেলের ৯০ কোটি ২৬ লাখ ৯৮ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮১ কোটি ২৫ লাখ ৪ হাজার টাকার, ইউনিক হোটেলের ৬৯ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৬৮ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার টাকা এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৬৭ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

উল্লেখ্য, বিদায়ী সপ্তাহে (০৯-১৩ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৮৪টির, অপরিবর্তিত রয়েছে ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২৩৬ কোটি ৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৯৩ কোটি ৩৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৬৫৭ কোটি ২৭ লাখ টাকা বা ২২ দশমিক ৭২ শতাংশ।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

এখানে দেখুন ডিএসইর সাপ্তাহিক লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৩:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]