শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ এপ্রিল ২০২৩ | 204 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এরমধ্যে ইউনিক হোটেলের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির লেনদেন হয়েছে ১ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ২১৮টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ছিল ১২৪ কোটি ৮৯ লাখ ৭ হাজার টাকা।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৬৪৯টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ১০৯ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৮ লাখ ৬২ হাজার ৩৩টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ৭৪ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেমিনি সী ফুডের ৭৩ কোটি ৮২ লাখ ৮৭ হাজার টাকা, সী পার্ল হোটেলের ৬৯ কোট ৬৭ লাখ ১৫ হাজার টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫৭ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার টাকা, এডিএন টেলিকমের ৫২ কোটি ৪৪ লাখ ৯৪ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪৬ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকার, আরডি ফুডের ৪৬ কোটি ৩৪ হাজার টাকা এবং আমরা নেটওয়ার্কের ৩৮ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

উল্লেখ্য, বিদায়ী সপ্তাহে (২৭-৩০ মার্চ) শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ৪০টির, অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। সপ্তাহজুড়ে ১ হাজার ৬৩৯ কোটি ১৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

এখানে দেখুন ডিএসইর সাপ্তাহিক লেনদেন চিত্র

আরও পড়ুন : সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানসমূহের প্রতিবেদন যাচাই-বাছাইয়ে টাস্কফোর্স গঠন

Facebook Comments Box

Posted ১২:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com