নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ | 298 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (১১ সেপ্টেম্বর- ১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকায় ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির ফিফটি ফিফটি অবস্থান। অর্থাৎ ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকায় ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির ৫টি করে কোম্পানি অবস্থান করছে। আলোচ্য সপ্তাহের লুজার তালিকায় প্রথম তিনটি কোম্পাইি ছিল ‘বি’ ক্যাটাগরির। তবে সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর কমেছে সানলাইফ ইন্স্যুরেন্সের। যে কারণে কোম্পানিটি লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের চেয়ে কোম্পানিটির দর কমেছে এক টাকা ৫০ পয়সা বা ৯.৫৯ শতাংশ। এর ফলে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে উঠে আসে। সপ্তাহের শুরুতে ডিএসইতে কোম্পানিটির দর ছিল ৬৪ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ছিল ৬৩ টাকা ২০ পয়সা। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১০ কোটি ৪০ হাজার টাকা। প্রতিদিন গড় ২ কোটি ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সাপ্তাহিক লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের দর কমেছে এক টাকা বা ৮.৩৭ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ১৯ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে দর ছিল ১৮ টাকা ৬০ পয়সা। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৯ কোটি ৭৬ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আলোচ্য সপ্তাহে প্রতিদিন গড় এক কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়।
সাপ্তাহিক লুজার তালিকায় তৃতীয় স্থানে থাকা ঢাকা ডাইংয়ের দর কমেছে ৯০ পয়সা বা ৮.৩৩ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ১৯ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে দর ছিল ১৮ টাকা ৭০ পয়সা। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৯ কোটি ১৮ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আলোচ্য সপ্তাহে প্রতিদিন গড় এক কোটি ৮৩ লাখ ৬৭ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের ৮.২৯ শতাংশ, আমান কটনের ৮.১১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭.৭০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকসের ৭.৩৩ শতাংশ, সিলভা ফার্মার ৭.১১ শতাংশ, সিলকো ফার্মার ৬.৭৪ শতাংশ এবং ইফাদ অটোসের ৬.৪৬ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪
Posted ১২:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.