নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ জুন ২০২৫ | 164 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (১৫-১৯ মে’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বারাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের।
গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৪.৯ টাকা, যা সপ্তাহ শেষে বেড়ে দাঁড়িয়েছে ৩৩.৭ টাকায়। ফলে এক সপ্তাহে শেয়ারদর বেড়েছে ৩৫.৩৪ শতাংশ।
ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা বস্ত্র খাতের জাহিন স্পিনিংয়ের শেয়ারদর ৫.৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭.১ টাকায় — যা ২৪.৫৬ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে মিডল্যান্ড ব্যাংক। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ২০.৯৮ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে দর ছিল ৭৫.৮ টাকা, যা বর্তমান সপ্তাহে হয়েছে ৯১.৭ টাকা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে-
লাভেলো আইস্ক্রিম : খাদ্য খাতের লাভেলোর শেয়ারদর বেড়েছে ১৪.৬৬ শতাংশ। গত সপ্তাহের ৮৮.৭ টাকা থেকে তা বেড়ে হয়েছে ১০১.৭ টাকা। কোম্পানিটির ব্র্যান্ড ও বাজারপ্রভাবশীলতা শেয়ারদর বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
স্টাইলক্র্যাফট : বস্ত্র খাতভুক্ত এই কোম্পানির শেয়ারদর ৫০.৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৭.৫ টাকায়। এক সপ্তাহে ১৩.৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিচ হ্যাচারি : খাদ্য খাতের এই কোম্পানির শেয়ারদর ১০.৩৬ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে দর ছিল ৪১.৫ টাকা, যা বেড়ে হয়েছে ৪৫.৮ টাকা। খাতভিত্তিক বিনিয়োগের চাহিদায় এটি ছিল বিনিয়োগকারীদের পছন্দের তালিকায়।
এশিয়াটিক ল্যাবরেটরিজ : ওষুধ ও রসায়ন খাতভুক্ত এ কোম্পানির শেয়ারদর ৩৩ টাকা থেকে বেড়ে ৩৬.৪ টাকায় পৌঁছেছে, যা ১০.৩ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
বিডি থাই অ্যালুমিনিয়াম : প্রকৌশল খাতের কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১০.২৬ শতাংশ বেড়ে হয়েছে ১২.৯ টাকা, যেখানে আগের দর ছিল ১১.৭ টাকা।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স : আর্থিক খাতের এই কোম্পানির শেয়ারদর ২০.৫ টাকা থেকে বেড়ে হয়েছে ২২.৬ টাকা — বৃদ্ধি ১০.২৪ শতাংশ।
এপেক্স ফুডস : খাদ্য খাতভুক্ত শীর্ষস্থানীয় কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৯.৮৫ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে দর ছিল ১৭৪.৬ টাকা, যা বেড়ে হয়েছে ১৯১.৮ টাকা।
Posted ২:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.