শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক টার্নওভারে আধিপত্য ধরে রেখেছে ‘এ’ ক্যাটাগরি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ | 352 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক টার্নওভারে আধিপত্য ধরে রেখেছে ‘এ’ ক্যাটাগরি

আগের সপ্তাহের মত বিদায়ী সপ্তাহেও (১১-১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্নওভার বা লেনদেন তালিকায় আধিপত্য বিস্তার করেছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। তবে আগের সপ্তাহে সাপ্তাহিক টার্নওভার তালিকায় ১০টির মধ্যে ৯টিই ’এ’ ক্যাটারির থাকলেও বিদায়ী সপ্তাহে ৮টি। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। যে কারণে কোম্পানিটি আগের সপ্তাহের মত বিদায়ী সপ্তাহেও টার্নওভার তালিকার শীর্ষে অবস্থান করছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৬ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ৩০৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৯১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১২.৮৭ শতাংশ।

সাপ্তাহিক লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৮০ লাখ ৫৫ হাজার ১৯২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৭০০ কোটি ৮০ লাখ ১৪ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫০ লাখ ৯১ হাজার ১০১টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ২৬৩ কোটি ৫ লাখ ৩৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিমের ১৩৪ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ১৮৫ কোটি ৬০ লাখ ৭৬ হাজার টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৮৪ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকা, নাহি অ্যালিুমিনিয়ামের ১৫১ কোটি ৭৮ লাখ ১৪ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১২২ কোটি ৮০ লাখ ৪৬ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ১২০ কোটি ৫০ লাখ ২৪৬ হাজার টাকার এবং মালেক স্পিনিংয়ের ১০৯ কোটি ৮১ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com