নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৬ নভেম্বর ২০২১ | 232 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে জেমিনি সী ফুড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে জেমিনি সী ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৯.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৩০.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫০.৫০ টাকা বা ২৮.১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেমিনি সী ফুড ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিকের ১৯.৬৫ শতাংশ, ফার্মা এইডসের ১৮.৮৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১৮.৫৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৮.৩০ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ১৭.৬৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১৬.৫২ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৩.৩৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ১২.৩২ শতাংশ এবং ঢাকা ডাইংয়ের শেয়ার দর ১১.৯১ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকা
| Sl No. | Name | Category | % Change | Deviation % (High & Low) | Turnover Value in Tk. | Daily avg. turnover value in Tk. |
| 1 | Gemini Sea Food Ltd. | A | 28.1 | 27.17 | 128,939,000 | 25,787,800 |
| 2 | Standard Ceramic Industries Ltd. | B | 19.65 | 23.59 | 49,754,000 | 9,950,800 |
| 3 | Pharma Aids Ltd. | A | 18.85 | 26.74 | 242,588,000 | 48,517,600 |
| 4 | Safko Spinnings Mills Ltd. | B | 18.58 | 13.16 | 336,734,000 | 67,346,800 |
| 5 | Hamid Fabrics Limited | A | 18.3 | 20.32 | 622,127,000 | 124,425,400 |
| 6 | Al-Haj Textile Mills Limited | B | 17.67 | 24.06 | 96,609,000 | 19,321,800 |
| 7 | Prime Textile Spinning Mills Ltd. | B | 16.52 | 42.86 | 255,532,000 | 51,106,400 |
| 8 | Kattali Textile Limited | A | 13.37 | 17.76 | 732,631,000 | 146,526,200 |
| 9 | Desh Garments Ltd. | A | 12.32 | 16.67 | 50,665,000 | 10,133,000 |
| 10 | The Dacca Dyeing and Manufacturing Co. Ltd. | B | 11.91 | 24.54 | 178,419,000 | 35,683,800 |
শেয়ারবাজার২৪
Posted ২:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ নভেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.