নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১ | 350 বার পঠিত | প্রিন্ট
সহযোগী প্রতিষ্ঠান (ঝঁনংরফরধৎু ঈড়সঢ়ধহু) লজিনেক্স লিমিটেডের মাধ্যমে ই-কমার্স ব্যবসায় লজিস্টিকস সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড। মঙ্গলবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। কাম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, লজিনেক্স লিমিটেডের (খড়মরহবী খরসরঃবফ) পরিশোধিত মূলধন ১০ লাখ টাকা। যার ৭৫ শতাংশ শেয়ার ধারণ করবে জেনেক্স ইনফোসিস।
কোম্পানিটি আগামী বছরের শুরুতে ব্যবসা শুরু করবে। এতে বছরে ১৫ কোটি টাকা রাজস্ব আসবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
শেয়ারবাজার২৪
Posted ১:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.