রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে লেনদেন বাড়লেও মূলধন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৮ মার্চ ২০২৪ | 47 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে লেনদেন বাড়লেও মূলধন কমেছে

দেশের শেয়ারবাজারে বিদায়ী সপ্তাহে (০৩-০৭ মার্চ) টকার অংকে লেনদেন বাড়লেও মূলধন কমেছে। দেশের উভয স্টক এক্সচেঞ্জে সপ্তাহজুড়ে উল্লেখ্যযোগ্য হারে সূচকের পতন হয়েছে। সপ্তাহজুড়ে দেশের উভয় শেয়ারবাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪১.৭৮ পয়েন্ট বা ২.২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১১২.৭৬ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২৩.৯৩ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৩৫.৮৯ পয়েন্টে ।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ৩২.৪৬ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৪.৩৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৫৯টি, কমেছে ৩২০টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৯ কোটি ৩৮ লাখ ১৮ হাজার ৮০৫টি শেয়ার ১০ লাখ ১ হাজার ২৪৯বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০৮ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৪৪ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকা বা ১৫.৫২ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬০ হাজার ৭২৩ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৪ টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি ৭৩ লাখ ৪১ হাজার ৭৭ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১১ হাজার ৮৯৫ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৯২৭ টাকা বা ১.৫৬ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৭৭.৫৯ পয়েন্ট বা ২.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫০.৭৮ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ২০৮.৫৪ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৩৫.৮৪ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৩০.৫৫ পয়েন্ট বা ২.৪০ শতাংশ এবং সিএসআই সূচক ১৫.৪৫ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ২৪২.৮০ পয়েন্টে এবং এক হাজার ১৩৩.২৫ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ৩০৬.৩০ পয়েন্ট বা ২.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪০.১০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৮১টি, কমেছে ২২৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮১ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৯৯৪ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৭ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৮২৫ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৩ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ১৬৯ টাকা বা ২০.৫৩ শতাংশ বেড়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:২০ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]