শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে ইতিবাচক ধারায় লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ মে ২০২৪ | 23 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ইতিবাচক ধারায় লেনদেন

বিদায়ী সপ্তাহে (২৮ এপ্রিল-০২ মে) ইতিবাচক ধরার লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। আলোচ্য সপ্তাহে ১ মে শ্রমিক দিবসে শেয়ার বাজার বন্ধ ছিল। যে কারণে সপ্তাহজুড়ে মাত্র ৪ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭.১৭ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৫.৬৫ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৫.১৬ পয়েন্ট বা ১.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৩২.৪৩ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ৩৩.৩৫ পয়েন্ট বা ১.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭.৮৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৫.৭৯ পয়েন্ট বা ১.৫৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৯.৫৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ২৩৮টি, কমেছে ১৩৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৭ কোটি ৬৪ লাখ ৩০ হাজার শেয়ার ৬ লাখ ৮৪ হাজার ৯১০বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৮২৩ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৬৪ কোটি ৯০ লাখ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৮ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা বা ২.১২ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৬১ কোটি ১০ লাখ ২০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ৫৭৯ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৭৬৪ কোটি ১ লাখ ১০ হাজার টাকা বা ০.৮৯ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৫.৬৪ পয়েন্ট বা ১.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫১.৩৯ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১৪২.৫৭ পয়েন্ট বা ১.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৬৪.৪৯ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১৫.৩৩ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ এবং সিএসআই সূচক ১৬.৩২ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১৩৭.৯৮ পয়েন্টে এবং এক হাজার ৫৬.৫৯ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ২৪০.৭৫ পয়েন্ট বা ১.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৫৯.৫৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৪৬টি, কমেছে ১৩৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৮৩ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৮৪৫ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮১ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৩৮৭ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১০২ কোটি ১০ লাখ ৪০ হাজার ৪৫৭ টাকা বা ১২৫.১৬ শতাংশ বেড়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ মে ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]