রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিচ্ছে না মুন্নু অ্যাগ্রো

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ | 126 বার পঠিত | প্রিন্ট

শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিচ্ছে না মুন্নু অ্যাগ্রো

শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিচ্ছে না মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ কর্তৃপক্ষ। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, মুন্নু অ্যাগ্রোতে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে (ডব্লিউপিপিএফ) ৫ লাখ ৬৬ হাজার টাকা রয়েছে। এরমধ্যে আগের অর্থবছরের (২০২০-২১) ১ লাখ ৫৭ হাজার টাকা অন্তর্ভূক্ত আছে।

কিন্তু ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, অর্থবছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে ফান্ড বিতরনের বিধান রয়েছে। কিন্তু ওই ফান্ড কর্মীদের মধ্যে বিতরন না করে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন মুন্নু অ্যাগ্রো কর্তৃপক্ষ। এছাড়া কোম্পানি কর্তৃপক্ষ ওই ফান্ড ব্যবহারের বিপরীতে সুদ হিসাব করেনি।

উল্লেখ্য, ১৯৮২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মুন্নু অ্যাগ্রোর পরিশোধিত মূলধনের পরিমাণ ২ কোটি ৭৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৪.৩৪ শতাংশ। কোম্পানিটির বুধবার (২১ ডিসেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ৮১৪.৯০ টাকায়।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]