নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২ | 270 বার পঠিত | প্রিন্ট
শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমসের ৩ উদ্যোক্তা পরিচালক। এরা হলেন- মো. শফিকুল আযম (মহসিন), মো. সাদেকুল আলম (ইয়াসিন) এবং করপোরেট উদ্যোক্তা ডিজনি প্রপার্টিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, পরিচালকদের মধ্যে মো. শফিকুল আযম (মহসিন) ৮ লাখ ৫০ হাজার শেয়ার, মো. সাদেকুল আলম (ইয়াসিন) ৫ লাখ ৪০ হাজার এবং ডিজনি প্রপার্টিজ লিমিটেড এক লাখ ৬০ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে মো. শফিকুল আযমের (মহসিন) কাছে ২ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪১২টি, মো. সাদেকুল আলমের (ইয়াসিন) কাছে এক কোটি ৫২ লাখ ৭২ হাজার ৩০৯টি এবং ডিজনি প্রপার্টিজ লিমিটেডের কাছে ৪২ লাখ ৭৭ হাজার ৯৫৮টি শেয়ার রয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৩:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.