বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ারবাজার মধ্যস্থতাকারীদের জন্য বিএসইসির ছাড়

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ | 193 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজার মধ্যস্থতাকারীদের জন্য বিএসইসির ছাড়

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে কার্যরত আরও ৬টি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের সময়সীমা শর্তসাপেক্ষে বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এদের মধ্যে রয়েছে ৫টি ব্রোকারেজ হাউজ ও ১টি মার্চেন্ট ব্যাংক।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৮৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশনের পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট শর্ত পূরণের সাপেক্ষে নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

যেসব প্রতিষ্ঠানকে এই সুবিধা দেওয়া হয়েছে, সেগুলো হলো—এনবিএল সিকিউরিটিজ লিমিটেড, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, নিউ ইরা সিকিউরিটিজ লিমিটেড, কবির সিকিউরিটিজ লিমিটেড এবং এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

এর আগে গত ১৩ নভেম্বর কমিশন প্রথমবার এসব প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বর্ধিত সময়ের মধ্যে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের ক্ষেত্রে স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের নিট সম্পদের ঘাটতি সংক্রান্ত বিধানে সাময়িক শিথিলতা কার্যকর থাকবে।

কমিশন সভায় আরও জানানো হয়, যেসব স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার এখনো বোর্ড অনুমোদিত অ্যাকশন প্ল্যান কমিশনে দাখিল করেনি, তাদের অবশ্যই আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অ্যাকশন প্ল্যান দাখিল না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পূর্ণ প্রভিশন সংরক্ষণ করতে হবে।

উল্লেখ্য, এর আগেও ধাপে ধাপে বিভিন্ন প্রতিষ্ঠানকে একই ধরনের সুবিধা দিয়েছে বিএসইসি। গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত ৯৮৪তম কমিশন সভায় ২৮টি প্রতিষ্ঠান, ২৫ নভেম্বরের সভায় ৮টি, ২ ডিসেম্বরের সভায় ১১টি এবং ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত ৯৮৮তম সভায় ৭টি প্রতিষ্ঠানকে নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লোকসানের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময়সীমা বাড়ানো হয়।

Facebook Comments Box

Posted ৮:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com