নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ জুলাই ২০২১ | 433 বার পঠিত | প্রিন্ট
ব্যাংক লেনদেনের সময় বাড়ায় শেয়ারবাজারের লেনদেনের সময় এক ঘন্টা বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামীকাল বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে শেয়ারবাজারের লেনদেন চলবে ২টা পর্যন্ত।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম এবং কমিশনার অধ্যাপক শামসুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, ৮ জুলাই থেকে শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত। এই এই লেনদেনে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।
শেয়ারবাজার২৪
Posted ৫:৩৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
sharebazar24 |
.
.