নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ মে ২০২৫ | 211 বার পঠিত | প্রিন্ট
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-কে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও শেয়ারবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপ চেয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠি সম্প্রতি ড. আনিসুজ্জামান চৌধুরীর দপ্তরে জমা দেওয়া হয়েছে। সেই সঙ্গে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যানের কাছেও।
চিঠিতে জানানো হয়, ২০০০ সালের ২০ আগস্ট সিডিবিএল গঠিত হয় এশীয় উন্নয়ন ব্যাংকের কারিগরি সহায়তায়। এ প্রতিষ্ঠানের অর্থায়নে অংশ নেয় রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও বিদেশি ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, তালিকাভুক্ত কোম্পানি, বীমা প্রতিষ্ঠান ও দুটি স্টক এক্সচেঞ্জ। তারা সবাই বর্তমানে প্রতিষ্ঠানটির স্পন্সর শেয়ারহোল্ডার।
সিডিবিএলের মূল উদ্দেশ্য ছিল দেশের শেয়ারবাজারে কাগজনির্ভর লেনদেন ব্যবস্থা বিলুপ্ত করে ইলেকট্রনিক সিকিউরিটিজ প্ল্যাটফর্ম চালু করা, পাশাপাশি স্বচ্ছতা, দক্ষতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করা। সেসময় আরও ঘোষণা দেওয়া হয়েছিল ভবিষ্যতে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে—যাতে সাধারণ বিনিয়োগকারীরাও এর শেয়ার ক্রয়ের মাধ্যমে মালিকানা অর্জনের সুযোগ পান।
ডিবিএ চিঠিতে অভিযোগ করেছে, ২৫ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সিডিবিএল তালিকাভুক্ত হয়নি। বরং এটি এখনও অতালিকাভুক্ত কোম্পানি হিসেবেই পরিচালিত হচ্ছে, যা প্রতিষ্ঠানটির ঘোষিত উদ্দেশ্য ও দর্শনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
ডিবিএর মতে, সিডিবিএলের আয় উৎস প্রধানত শেয়ারবাজার-নির্ভর—যেমন ব্রোকার, কাস্টোডিয়ান, ইস্যুয়ার কোম্পানি ও সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগৃহীত ফি। অথচ প্রতিষ্ঠানটি নিজেই বাজারে তালিকাভুক্ত নয়, যা অস্বচ্ছতা এবং সুশাসনের প্রশ্ন তোলে।
এই বাস্তবতায়, সিডিবিএলকে যেন দ্রুত শেয়ারবাজারে তালিকাভুক্ত করা হয়, সে লক্ষ্যে ডিবিএ শেয়ারবাজার উন্নয়ন কমিটি, বিএসইসি এবং ডিএসই’র সমন্বিত ও সময়োপযোগী হস্তক্ষেপ কামনা করেছে। ডিবিএর দাবি, এতে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, পাশাপাশি সিডিবিএলের পরিচালনায় গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত হবে।
Posted ২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.