নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ মে ২০২৫ | 222 বার পঠিত | প্রিন্ট
টানা দরপতন আর বিনিয়োগকারীদের আস্থাহীনতায় বিপর্যস্ত দেশের শেয়ারবাজারে প্রাণ ফেরাতে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কর ছাড় ও নানামুখী প্রণোদনা আনার পরিকল্পনা করছে সরকার। দীর্ঘদিনের মন্দা পরিস্থিতিতে বাজারে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
গত তিন বছরে একের পর এক ধসের ফলে বাজার মূলধনের বড় অংশ হারিয়েছে বিনিয়োগকারীরা। সূচকও নেমেছে উল্লেখযোগ্যভাবে। ফলে বাজারে চরম হতাশা বিরাজ করছে। পরিস্থিতি এতটাই খারাপ যে অনেক বিনিয়োগকারী বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
এমন বাস্তবতায় শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে সরকার বাজেটে বেশ কিছু কার্যকর উদ্যোগ নিতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে—মূলধন লাভ কর (Capital Gain Tax) হ্রাস বা ছাড়, বিও হিসাবের বার্ষিক ফি মওকুফ এবং শেয়ার লেনদেনের ওপর課্রিত কর কমানোর মতো পদক্ষেপ।
এছাড়া তালিকাভুক্তির প্রক্রিয়া সহজ করে নতুন কোম্পানি যুক্ত করার বিষয়েও চিন্তা-ভাবনা চলছে। এই পদক্ষেপগুলো বাজারের তারল্য বাড়ানো, বিনিয়োগ আকৃষ্ট করা এবং দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে বাজেট ঘিরে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য সুখবর আসতে পারে। বর্তমানে ব্যক্তিগত আয়করমুক্ত সীমা সাড়ে তিন লাখ টাকা। নতুন বাজেটে এই সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে, যা ছোট ও মাঝারি বিনিয়োগকারীদের জন্যও কিছুটা স্বস্তি বয়ে আনবে।
২০ মে বিকেলে রাজধানীর যমুনায় অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বাজেটপূর্ব বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগবান্ধব ও করবান্ধব বাজেট ছাড়া শেয়ারবাজারকে এই সংকট থেকে উত্তরণ করানো কঠিন হবে। সময়োপযোগী ও বাস্তবমুখী নীতি গ্রহণের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরলে বাজারে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা মনে করছেন।
Posted ১০:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.