
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | 137 বার পঠিত | প্রিন্ট
বেশি মুনাফার আশায় শেয়ার ধরে রাখার কৌশল নিয়েছেন বিনিয়োগকারীরা। ফলে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন বাড়ছে না। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শেয়ারবাজারে এমন চিত্রই লক্ষ্য করা গেছে।
চলতি বছর শুরু থেকেই শেয়ারবাজারে ইতিবাচক ধারা বিরাজ করছে। সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী হলেও মাঝে মধ্যে পতনও দেখা গেছে। সাম্প্রতিক ধারাবাহিক পতনের পর বাজার আবারও ঘুরে দাঁড়িয়েছে। তবে এবার সূচকের উত্থান সত্ত্বেও বিনিয়োগকারীরা বেশি লাভের প্রত্যাশায় শেয়ার বিক্রি না করে ধরে রাখার কৌশল নিয়েছেন।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে সূচক উত্থান দিয়ে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচক ওঠানামা করলেও অস্বাভাবিক কোনো ধস বা টানা উত্থান দেখা যায়নি। শেষ পর্যন্ত সূচক উর্ধ্বমুখী রেখেই লেনদেন শেষ হয়। তবে টাকার অংকে লেনদেন কমেছে। যদিও লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানের বেশিরভাগের দর বেড়েছে।
ডিএসইর সূচক ও লেনদেন
লেনদেনের হিসাব অনুযায়ী, ডিএসইতে মোট ৬৭৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০৬ কোটি ৩২ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ৩২ কোটি ১৯ লাখ টাকা।
সিএসইর সূচক ও লেনদেন
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেশিরভাগ কোম্পানির দরও উর্ধ্বমুখী ছিল।
এদিন সিএসইতে মোট ১১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে এই অঙ্ক ছিল ৮ কোটি ৬০ লাখ টাকা।
লেনদেনে অংশ নেয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে—
সার্বিকভাবে সূচক সিএএসপিআই বেড়েছে ৫৫.২৬ পয়েন্ট, দাঁড়িয়েছে ১৫,৪২২.৬১ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক বেড়েছিল ১৫.৫৬ পয়েন্ট।
Posted ৫:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.