নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ মে ২০২৫ | 120 বার পঠিত | প্রিন্ট
প্রস্তাবিত ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে দেশের শেয়ারবাজারে প্রাণ ফেরাতে একের পর এক কর ছাড়ের উদ্যোগ নেবে সরকার। অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বিনিয়োগকারীদের করছাড়, তালিকাভুক্ত কোম্পানির কর হারে ছাড় এবং তালিকাভুক্তি উৎসাহিত করতে অ-তালিকাভুক্ত কোম্পানির করহারে বৃদ্ধি—এমন পথে সেরে তোলা হবে বাজার।
বাজেট নীতিমালায় শেয়ারবাজারে বিনিয়োগে করছাড় বাড়ানো হবে এবং ডিভিডেন্ড আয়ে করছাড়ের সীমা উভয়ই সম্প্রসারিত করার পরিকল্পনা আছে। পাশাপাশি অ-তালিকাভুক্তের তুলনায় তালিকাভুক্তদের করহার ক্ষেত্রে ন্যূনতম ১০ শতাংশের ব্যবধান নিশ্চিত করার উদ্দেশ্য রয়েছে। বর্তমানে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করহার ৩৭.৫ শতাংশ, যেখানে অ-তালিকাভুক্তের করহার ৪০ শতাংশ—এই ব্যবধান বাড়িয়ে ৫ থেকে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
মোবাইল অপারেটরদের ক্ষেত্রেও করহার বাড়ানো হতে পারে: বিদ্যমান ৪৫ শতাংশ থেকে তা ৫০ শতাংশ করার প্রস্তাব, যাতে বাংলালিংক, টেলিটক-এর মতো অপারেটররা শেয়ারবাজারে আসতে আরও উৎসাহিত হয়।
পাবলিকলি ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে, যারা আইপিওতে ১০ শতাংশের অধিক শেয়ার ছাড় পেয়েছে—তাদের করহার রাখা হবে ২০ শতাংশ; ১০ শতাংশ বা তার কম ছাড়ের ক্ষেত্রে কর ২২.৫ শতাংশ থাকবে। ব্যবসায়ী সংগঠন ফবিসিসিআই তালিকাভুক্তি উৎসাহ দিতে করহারের ব্যবধান ১৫ শতাংশ করার এবং যারা ১০ কোটি টাকার বেশি করছাড় নিচ্ছে, তাদের তালিকাভুক্তি বাধ্যতামূলক করার দাবিও উঠিয়েছে।
অর্থমন্ত্রী ও বিএসইসিও নতুন কোম্পানির জন্য ‘ট্যাক্স হলিডে’ সুবিধা চালু করার প্রস্তাব দিয়েছেন, যা বাজারে নতুন উদ্যোক্তা আনার পথ সুগম করবে।
এই সব পদক্ষেপ বাস্তবায়িত হলেই নতুন কোম্পানির আগমন, বিনিয়োগ বাড়তে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপন হতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
Posted ১১:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.