নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ | 188 বার পঠিত | প্রিন্ট
অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর ইতিবাচক ধারায় ফিরেও আবারও ধারাবাহিক দরপতনের কবলে পরেছে দেশের শেয়ারবাজার। সূচক একদিন বাড়ে তো ৪ দিন কমে। ধারাবাহিক দরপতন থেকে কিছুতেই বের হতে পাছেনা দীর্ঘদিন পতনের বৃত্তে থাকা দেশের শেয়ারবাজার। কিন্তু ফ্যাসিবাদের দোসদের ষড়যন্ত্রে ইতিবাচক সে ধারা বেশিদিন টেকসই হয়নি। সপ্তাহ না পেরুতেই ১২ আগস্ট থেকে ফের নেতিবাচক ধারায় ফিরে দেশের উভয় শেয়ারবাজার।
গত কয়েকদিন যাবত পতনের ধারা আরও অস্বাভাবিক ধারায় ঘনীভূত হয়। এতে ষড়যন্ত্রকারীদের মদদ রয়েছে বলে স্পষ্ঠভাবে প্রতীয়মান হয়। শেয়ারবাজারে পতনের অস্বাভাবিক কারণ ও উৎস খুঁজতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
শেয়ারবাজার২৪
Posted ৯:০২ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.