নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | 319 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শুরু হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- ঢাকা ডাইং ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ এ ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ৭ ও ৮ জুলাই এ দুই কোম্পানির শেয়ার স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য এক শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৩ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ২:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.