বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শুরুর আশাকে ছাপিয়ে বাজারে নেমেছে হতাশার সুর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ | 117 বার পঠিত | প্রিন্ট

শুরুর আশাকে ছাপিয়ে বাজারে নেমেছে হতাশার সুর

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহের ইতিবাচক ধারাবাহিকতায় বিনিয়োগকারীরা ভেবেছিলেন বর্তমান সপ্তাহে বাজার আরও শক্তিশালী হবে। কিন্তু সপ্তাহের শুরুতেই সূচকের পতন সেই প্রত্যাশাকে ম্লান করে দিচ্ছে। প্রথম কার্যদিবসে বাজার নিম্নমুখী থাকার পর আজও লেনদেন শেষে সূচক নেতিবাচক অবস্থায় বন্ধ হয়েছে। দুই দিনে মিলিয়ে সূচক কমেছে প্রায় ১১০ পয়েন্ট এবং বাজার মূলধন হারিয়েছে ১০ হাজার ৫৭৭ কোটি টাকার বেশি। এমন পরিস্থিতিতে হতাশা বাড়লেও অনেক বিনিয়োগকারী শেয়ার ধরে রাখায় টাকার অংকে লেনদেন কমে এসেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.০৪ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৯১৪.৭২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬.৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৮.৮৯ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ২১.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৫.৬৯ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৮৮টি প্রতিষ্ঠান। এর মধ্যে মাত্র ৩৮টির দর বেড়েছে, ৩২২টির দর কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত ছিল।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার, ফলে লেনদেন কমেছে ৭৬ কোটি ৬৪ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগেরদিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৭ লাখ টাকার।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪০টির দর বেড়েছে, ১৩১টির দর কমেছে এবং ১১টির দর ছিল অপরিবর্তিত।

এদিন সিএএসপিআই সূচক ১২৩.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫২.৭৩ পয়েন্টে। আগের দিন সূচকটির পতন ছিল ৬৫.৮২ পয়েন্ট।

 

Facebook Comments Box

Posted ৬:৪১ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com