নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ | 49 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেড (BDLAMPS) ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বর মেয়াদের (দ্বিতীয় প্রান্তিক) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে (অক্টোবর–ডিসেম্বর ২০২৪) যা ছিল ৩ পয়সা। অর্থাৎ, এক বছরে প্রান্তিক ভিত্তিতে ইপিএসে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জুলাই–ডিসেম্বর ২০২৫ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই–ডিসেম্বর ২০২৪) ইপিএস ছিল মাইনাস ৫ টাকা ৫৬ পয়সা। এতে করে অর্ধবার্ষিক ভিত্তিতে লোকসানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি কার্যক্রম থেকে নগদ প্রবাহ (NOCFPS) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩০ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে এটি ছিল মাইনাস ১৯ টাকা ৪১ পয়সা। ফলে নগদ প্রবাহের ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে।
এছাড়া, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে, অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৪-এ এনএভি ছিল ৪৪ টাকা ৯৯ পয়সা।
ইপিএস ও নগদ প্রবাহে পরিবর্তনের কারণ হিসেবে কোম্পানি জানিয়েছে, আগের বছরের তুলনায় চলতি সময়ে রাজস্ব আয় ১৪ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মোট মুনাফা (গ্রস প্রফিট) বেড়েছে ১ দশমিক ৯৭ শতাংশ। এর ফলে ইপিএসে উন্নতি এসেছে।
অন্যদিকে, কার্যক্রম থেকে নগদ প্রবাহের বড় ধরনের উন্নতির পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে গ্রাহকদের কাছ থেকে আদায় বৃদ্ধি, যার পরিমাণ ১৮ কোটি ৮৬ লাখ টাকা, পাশাপাশি সরবরাহকারীদের কাছে পরিশোধ কমে যাওয়া, যার পরিমাণ ১৯ কোটি ৯৬ লাখ টাকা।
বিশ্লেষকদের মতে, ইপিএস ও নগদ প্রবাহে এই উন্নতি কোম্পানিটির আর্থিক অবস্থার ধীরে ধীরে পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে, যদিও এনএভি সামান্য কমেছে।
Posted ৭:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
sharebazar24 | sbazaradmin
.
.