নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | 224 বার পঠিত | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে শেষ হওয়া হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
২৯ মে (বৃহস্পতিবার) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
২০২৪ অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৩২ পয়সা, যেখানে আগের বছর তা ছিল ১ টাকা ৬০ পয়সা (পুনঃনির্ধারিত)।
একই সময়ে প্রতি শেয়ারে নগদ প্রবাহ (OCFPS) ছিল ১৩ টাকা ৩৩ পয়সা, যা আগের বছর ছিল ১৩ টাকা ৩৮ পয়সা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের প্রতি শেয়ারে নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৯ পয়সা।
সাউথইস্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে ডিজিটাল পদ্ধতিতে আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায়। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।
ব্যাংকটির আয় ও লভ্যাংশের ক্রমাগত নিম্নগতি বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের বিষয়। আয় হ্রাসের সঙ্গে সঙ্গে দীর্ঘ মেয়াদে শেয়ারহোল্ডারদের প্রত্যাশা পূরণে কী পরিকল্পনা নেওয়া হবে, সেটাই এখন দেখার বিষয়।
Posted ১০:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.