নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ | 307 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেড তাদের বাতিল হওয়া রাইট শেয়ার ইস্যুর আবেদন পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা মূলধন উত্তোলনের পরিকল্পনা করেছিল। তবে বিএসইসি কর্তৃক পূর্বে আবেদনটি বাতিল করা হয়। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে কোম্পানি কমিশনে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।
বিনিয়োগ-সম্পর্কিত খাতে মূলধন জোগানে রাইট শেয়ার ইস্যু একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়ে থাকে। তাই কোম্পানিটি আশা করছে, পুনরায় বিবেচনার মাধ্যমে বিএসইসি ইতিবাচক সিদ্ধান্ত দেবে।
উল্লেখ্য, কনফিডেন্স সিমেন্ট দেশের অন্যতম প্রাচীন সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
Posted ২:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.