নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | 184 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনেটা পিএলসি যুক্তরাজ্যের বাজারে ফ্লুড্রোকরটিসন ০.১ মি.গ্রা ট্যাবলেট উন্মোচনের ঘোষণা দিয়েছে।
কোম্পানি জানায়, এই ওষুধটি মূলত প্রাইমারি অ্যাড্রেনোকর্টিকাল ইনসাফিসিয়েন্সি (অ্যাডিসন’স ডিজিজ) এর আংশিক রিপ্লেসমেন্ট থেরাপি এবং সাল্ট-লসিং অ্যাড্রেনোজেনিটাল সিন্ড্রোম চিকিৎসার জন্য ব্যবহৃত হবে।
ওষুধটি কোম্পানির যুক্তরাজ্যের MHRA অনুমোদিত শক্তিশালী উৎপাদন কারখানা থেকে সরবরাহ করা হচ্ছে এবং Renata (UK) Limited ব্র্যান্ড নামে বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে।
নতুন সুবিধা
রেনেটা জানিয়েছে, তাদের উৎপাদিত ফ্লুড্রোকরটিসন ট্যাবলেট উল্লেখযোগ্য সুবিধা দিচ্ছে। এটি ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে সাধারণ স্টোরেজ কন্ডিশনে স্থিতিশীল থাকে, যেখানে প্রতিযোগী বা উদ্ভাবক প্রতিষ্ঠানের একই ধরনের ওষুধ ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেফ্রিজারেশনে সংরক্ষণ করতে হয়।
Posted ১২:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.