নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ মে ২০২৫ | 203 বার পঠিত | প্রিন্ট
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৫) উল্লেখযোগ্যভাবে মুনাফা থেকে লোকসানে নেমে এসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুটি কোম্পানি। প্রতিষ্ঠান দুটি হলো—এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এবং পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।
ডিএসই ও কোম্পানি সূত্রে জানা গেছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকের প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আগের বছরের একই সময়ে যেসব প্রতিষ্ঠান মুনাফায় ছিল, এবার তারা শেয়ারপ্রতি লোকসান দেখিয়েছে।
এনার্জিপ্যাক পাওয়ার
এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৫ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই ২০২৪ – মার্চ ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি মোট লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৯ পয়সা। এক বছর আগে একই সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ছিল ১৪ পয়সা।
উল্লেখ্য, ২০২৪ সালে এনার্জিপ্যাক কোনো ডিভিডেন্ড দেয়নি। তবে ২০২৩ সালে ৫ শতাংশ নগদ এবং ২০২১ ও ২০২২ সালে ১০ শতাংশ হারে নগদ ডিভিডেন্ড প্রদান করেছিল।
পাওয়ার গ্রীড কোম্পানি (পিজিসিবি)
পিজিসিবির জানুয়ারি-মার্চ প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৩৭ পয়সা।
তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই ২০২৪ – মার্চ ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ১৬ পয়সা।
২০২৪ সালে পাওয়ার গ্রীড কোম্পানিও শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেয়নি। এর আগে ২০২২ ও ২০২৩ সালে ১০ শতাংশ করে নগদ ডিভিডেন্ড এবং ২০২০ ও ২০২১ সালে ২০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল প্রতিষ্ঠানটি।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় বাড়া, আয় হ্রাস এবং অপারেটিং খরচের চাপ বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আর্থিক অবস্থান দুর্বল হয়ে পড়ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ফলে খাতটির ওপর বিনিয়োগকারীদের আস্থা কিছুটা কমে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
Posted ১১:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.